সৈকত আরেফিনের পদ্য
মধ্যবিত্ত
যারা বৃষ্টি হলে ভিজতে ভালবাসি
যারা রোদ উঠলেও হাসি
ধুলোর দিনে ধুলোয় ধুলোয় স্নান
যারা গুনতে বললে নামতা ভুলে যাই
দুঃখ পেলে তবুও অম্লান
যারা নিরন্তর অবান্তর গাই
যারা জন্মাবধি ভালবাসাহীন
যারা একটু তবুও ভালবাসা চাই।
যারা পথে হেঁটে পথিক হতে চায়
তবুও যাদের পথিক হতে নেই
যারা হাঁটতে গেলে কেবলই সংশয়
যারা ভয়ের কথা ফুঁয়ে ফুঁয়ে উড়াই
যারা গান শুনলে চমকে গিয়ে দাঁড়াই
যাদের ভাষা-কথা শুনতে অশালীন
দুঃখ যাদের নিশ্চিত আশ্রয়।
কান্না যাদের এমনতর গান
বুকের মধ্যে জমে থাকা পাথর
ঘৃণা যাদের এমনতর হাতুড়
ঘায়ে পাথর চূর্ণ বিচূর্ণিত
আমরা কিছু সমুত্থিত প্রাণ...
শীতে
এই শীতে
অসহ বেদনাগীতে
ব্যথিত হল প্রকৃত সবুজ
বাতাসের মুঠোফোনে কথা হল কুয়াশার সাথে
অবুঝ কুয়াশা খাতুন রাতভর জেগে থাকে একা
কুয়াশার লগ্ন হয়ে শীতমগ্ন রাতে
জেগে থাকি আমরা দুজন।
বিরহ স্বপ্ন লিখে
ঘুমঘোরে হাত রাখি প্রেমিকার চোখে
তখন প্রেমিকা কুয়াশা খাতুন
শুয়ে থাকে সূর্যের পাশে;
সূর্যও ভিজে যায় কুয়াশায়,
এই শীতে।
Sotyi bodhoi modhyobitto i hoye porchi
উত্তরমুছুন